নদীয়া, ১৪ জানুয়ারি : ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল রানাঘাটের পুলিশ। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে এক বিশেষ অভিযানে ২,২০০ কিলো ভেজাল হলুদ ও বিপুল পরিমাণ হলুদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার রানাঘাট পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়।
মঙ্গলবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল জানান, এই ভেজাল হলুদ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মূলত চালের গুঁড়ো ও ময়দা মিশিয়ে রং ব্যবহার করে এটি তৈরি করা হতো, যা প্যাকেটবন্দি করে বাজারজাত করা হত।
এসডিপিও আরও জানান, ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের কারবার চলছিল। পুলিশের এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার রাতে লোকনাথ সাহার কারখানায় হানা দেয় পুলিশ। তদন্তে জানা গেছে, চালের গুঁড়ো, ময়দা এবং ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে এই ভেজাল হলুদ তৈরি করা হতো। প্রাথমিকভাবে কারখানার মালিক লোকনাথ সাহা ও সহযোগী পরিতোষ মল্লিককে আটক করা হয়। পরে দুজনকেই গ্রেফতার করে পুলিশ।