মানিকচক, ১৪ জানুয়ারি : 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'—এই প্রবাদকে স্মরণ করে পৌষ সংক্রান্তি উপলক্ষে মানিকচকের গঙ্গাঘাটে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকেই মানিকচক–সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। গঙ্গায় পুণ্য স্নান করে পুজো করেন তাঁরা।
প্রতিবছর এই পুণ্যতিথিতে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী মানিকচকের গঙ্গাঘাটে সমবেত হন। বিশ্বাস, এই দিনে গঙ্গায় স্নান করলে পাপমোচন হয় এবং জীবনে সুখ-সমৃদ্ধি আসে।
যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মালদা জেলা পুলিশ এবং মানিকচক থানার পুলিশ বাহিনী সতর্ক ছিলেন। তাঁদের তৎপরতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় স্নান–পর্ব।
মানিকচকের গঙ্গাঘাটে পুণ্যার্থীরা জানান, এত মানুষের সমাগম প্রমাণ করে যে, বাঙালির প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা অটুট রয়েছে।