Game

1 day ago

Lawrence Roe: বুধবার ক্যারিবিয়ান কিংবদন্তি লরেন্স রো’র জন্মদিন

Lawrence Roe (Symbolic picture)
Lawrence Roe (Symbolic picture)

 

কলকাতা, ৭ জানুয়ারি  : কিংবদন্তি লরেন্স রো, ২০ শতকের সেরা ৫ ক্যারিবিয়ান ক্রিকেটারের একজন।তিনি ১৯৪৯ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেনসিংটন ওভালে ৩০২ রান করে এখনও সেই ভেন্যুর সর্বোচ্চ স্কোরার। ট্রিপল সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে তিনি অন্যতম।

১৯৭৫-৭৬ অস্ট্রেলিয়া সফরে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পান। ১৯৭২-৮০ সালের ক্যারিয়ারে টেস্টে ২০৪৭ রান করেছেন ৪৩ গড়ে।২০১১ সালে সাবিনা পার্ক প্যাভিলিয়নের নামকরণ করে তাঁকে সম্মানিত করা হয়। ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তায় রো প্রতিষ্ঠা করেন লরেন্স রো ফাউন্ডেশন।


You might also like!