নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : শারদীয়া নবরাত্রির সূচনা থেকেই প্রতিদিনই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রবিবার নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এক্স মাধ্যমে জানান, "দেবী মাকে কোটি-কোটি প্রণাম! আমি প্রার্থনা করি, দেবী সকলকে অদম্য সাহস এবং চমৎকার স্বাস্থ্য দান করবেন। দেবীর কৃপা সকলের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলুক।" উল্লেখ্য, ৯-দিন ব্যাপী শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা চলছে। দিল্লি, কলকাতা-সহ দেশের সর্বত্রই শারদীয়া নবরাত্রির প্রতিটি দিনেই চলছে পূজার্চনা। কলকাতায় শারোদৎসবকে ঘিরে মাতোয়ারা আপামর বাঙালি।
देवी मां के चरणों में कोटि-कोटि प्रणाम! उनसे प्रार्थना है कि वे सभी को अदम्य साहस और उत्तम स्वास्थ्य का आशीष प्रदान करें। उनकी कृपा से सबके जीवन में आत्मबल का संचार हो।https://t.co/NKZOcdLwqV
— Narendra Modi (@narendramodi) September 28, 2025