Game

1 week ago

T20 World Cup: দুরন্ত জয়ে বিশ্বকাপের সুপার ৮-এ আফগানিস্তান, বিদায় নিশ্চিত হল নিউজিল্যান্ডের

T20 World Cup
T20 World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পাপুয়া নিউ গিনিকে হারিয়ে টি২০ বিশ্বকাপে সুপার ৮-এ স্থান নিশ্চিত করে ফেলল আফগানরা। অন্যদিকে, রশিদ খানদের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের। কিউয়িদের ভাগ্য সরু সুতোর উপর ঝুলছিল, কিন্তু সেটাও ছিঁড়ে গেল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রানের জয়ের পরই পরই শেষ আটের পথ মসৃণ হয়ে গিয়েছিল আফগানদের। শেষ পর্যন্ত পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৭ উইকেটে জয়ের সঙ্গে সঙ্গেই এক ম্যাচ বাকি থাকতে সুপার ৮-এ জায়গা করে নিল পাঠানদের দেশ। সেইসঙ্গে বিশ্ব মঞ্চে ফের একবার সাড়া জাগালো আফগানরা।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই অল আউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন পেসার ফজলহক ফারুকি। দুটি উইকেট নেন অপর পেসাপ নবীন উল হক, একটি উইকেট পান নূর আহমেদ। অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে আফগানিস্তান অবশ্য শুরুটা ভালো পায়নি। কোনও রান করতে না পেরে আউট হয়ে যান ইব্রাহিম জারদান। এরপর ১১ রান করে আউট হন ওপেনার গুরবাজ। আজমাতুল্লা ওমরজাই ১৩ রান করে ফেরেন। শুরুতে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় আফগানিস্তান।

নাইব তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে শেষ পর্যন্ত টানেন গুলাবদিন । ৩৬ বল খেলে ৪৯ রানে অপরাজিত থেকে গুলাবদিন নাইব দলকে সুপার ৮-এ নিয়ে যান। মহম্মদ নবি ১৬ রানে অপরাজিত থাকেন গ্রুপ সিতে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান ক্রিকেট দল। এক্ষেত্রে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজেরও উপরে রয়েছে রশিদ খানের দল।ফলে এক ম্যাচ বাকি থাকতেই ক্যারিবিয়ান ও আফগানরা পৌঁছে গেল সুপার ৮-এ। পাপুয়া নিউ গিনি ও নিউজিল্যান্ড খাতা খুলতে পারেনি। পাপুয়া নিউ গিনির চেয়েও নেট রান রেট খারাপ নিউজিল্যান্ডের (-২.৪২৫)। ফলে এই ম্যাচের দিকে তাদের নজর ছিল। কিন্তু আফগানিস্তান জিততেই বিদায় নিয়ে নিল কিউয়ির। ২০১৫ সাল থেকেই আইসিসি ট্রফিতে ভালো পারফরম্যান্স করতে থাকে নিউজিল্যান্ড। সেমিফাইনাল অথবা ফাইনালে পৌঁছানোটা তাদের কাছে নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু চলতি টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল কেন উইলিয়ামসনের দলকে।

এরআগে তিনটি টি২০ বিশ্বকাপে ভালো খেলে কিউয়িরা, ২০২৬ সালে সেমিফাইনাল, ২০২১ সালে ফাইনাল এবং ২০২২ সালে সেমিফাইনাল খেললেও এবার গ্রুপ পর্বেই সমাপ্ত তাদের অভিযান।


You might also like!