Game

11 months ago

Rohit Sharma and Virat Kohli: 'ওকে কখনও NCA যেতে হয়নি...', বিরাট কেন সেরা, বললেন অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রাক্তন অধিনায়ক ও সতীর্থ বিরাট কোহলির ভূয়সী প্রশংসা ভারত অধিনায়ক রোহিত শর্মার। নিজের কেরিয়ারে একবারও ফিটনেস সংক্রান্ত সমস্যায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হয়নি বিরাটকে। বিরাটের ফিটনেস আর তাঁর ক্রিকেটের প্রতি প্যাশন দেখে সবার শেখা উচিত বলেই মনে করেন তিনি।

জয়ের খিদে

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কাজে নেই বিরাট। রোহিত বিরাটকে নিয়ে মনে করেন, ও এমন একজন ক্রিকেটার, যে শট চায়, তাই খেলতে পারেন। সবথেকে বড় ব্যাপার, বিরাটের মধ্যে জয়ের খিদে অনেকটা বেশি। রোহিত জিও সিনেমার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "এই জয়ের খিদে কাউকে শেখানো যায় না। অন্যদের দেখেই শিখতে হয়। ভিতর থেকে আসে।"

ক্রিকেটের প্যাশন

বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর দেশের অধিনায়ক নির্বাচিত হন রোহিত শর্মা। কিন্তু বিরাটের যে কত বড় ভক্ত তিনি, তা জানালেন হিটম্যান নিজেই। তিনি বলেন, "সব সময় জয়ের খিদে থাকা উচিত। প্যাশন ধরে রেখে, সব কিছুর জন্য ঝাঁপানো উচিত। অধিনায়ক হিসেবে টিমের প্রত্যেক সতীর্থের কাছে এটাই প্রত্যাশা থাকে।"


You might also like!