সিডনি, ১০ জুন :মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন এইচএস প্রণয়।পঞ্চম বাছাই প্রণয়, গত দুই টুর্নামেন্টে সেরা ফলাফল করতে পারেননি। গত মাসে থাইল্যান্ড ওপেনের পুরুষদের একক প্রথম রাউন্ডে স্বদেশী মেইরাবা লুওয়াং মাইসনামের কাছে তিনি হেরে গিয়েছিলেন।
উদ্বোধনী রাউন্ডে ইন্দোনেশিয়ার চিকো আউরা দ্বি ওয়ারদোয়োর সাথে খেলবেন সমীর ভার্মা, যেখানে রবি সিঙ্গাপুরের অষ্টম বাছাই লোহ কেন ইউতে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন।