Country

1 hour ago

Delhi's AQI levels: বায়ুদূষণে জেরবার দিল্লি, একিউআই ৩০০-র ঊর্ধ্বেই

Vehicles commute through the India Gate area covered with smog
Vehicles commute through the India Gate area covered with smog

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা দিল্লি ও এনসিআর অঞ্চলে। মঙ্গলবার দিল্লির বাতাসের গুণগতমান থাকল উদ্বেগজনক পর্যায়ে, তবে আগের দিনের তুলনায় কিছুটা ভালো। বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমান (একিউআই) ছিল ৩০০-র ঊর্ধ্বেই। ধোঁয়াশার জেরে আরও খারাপ অবস্থা দিল্লিজুড়ে। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অক্ষরধাম, গাজীপুর প্রভৃতি এলাকা মারাত্মক দূষণের কবলে।

বুধবার সকালে দিল্লির বায়ুর মান ছিল ‘খারাপ’ পর্যায়ে। গত দু’দিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সঙ্কটজনকই। বুধবার সকালেও দিল্লিতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৩০০-এর ওপরে। দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মরসুমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সঙ্গে জুড়েছে ঘন কুয়াশার চাদরও। গাজীপুরে একিউআই ছিল ৩৪১, এইমস এলাকায় ৩৪২, আনন্দ বিহারে ৩৪১। দৃশ্যমানতার অভাবে এদিন সকালেও দিল্লিতে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা।

You might also like!