Game

2 weeks ago

India vs New Zealand:নিউজিল্যান্ডের স্পিনার স্যান্টনার নিলেন পাঁচটি উইকেট

India vs New Zealand
India vs New Zealand

 

পুণে, ২৫ অক্টোবর : ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে শুক্রবার পুণেতে মিচেল স্যান্টনার তার প্রথম পাঁচ উইকেট নিলেন। তার সাফল্যে ভারত প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে গেছে। একমাত্র পঞ্চম ব্ল্যাকক্যাপ স্পিনার স্যান্টনার ভারতে এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেন। শুধু পাঁচ উইকেট নয় পুণেতে চাঞ্চল্যকর স্পেলে সাত উইকেট নিলেন মিচেল স্যান্টনার।

২০২১ সালে মুম্বইতে একটি ইনিংসে আজাজ প্যাটেলের ঐতিহাসিক ১০ উইকেট শিকারের পরে মিচেল ভারতে নিউজিল্যান্ডের একজন স্পিনার যিনি দ্বিতীয় সেরা বোলিং করলেন।

You might also like!