কলকাতা, ২ আগস্ট : নতুন স্পন্সরার এলো মহামেডান স্পোর্টিং–এ। এবার আইএসএল–এ খেলবে মহামেডান স্পোর্টিং। সুতরাং আইএসএল–এর আগে স্বস্তি ফিরল মহামেডানে। ইনভেস্টর হিসেবে মহামেডান পেল ‘শ্রাচী’ গ্রুপকে। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু’বছরে ৩৫ কোটি টাকা দেবে শ্রাচী গ্রুপ। এনিয়ে মহামেডানের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি। মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে মহামেডান তাঁবুতে। মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, ‘আইএসএল শুরুর আগে আমাদের জন্য ভালো খবর। আমরা এখন চিন্তামুক্ত|