Game

1 day ago

ICC Test Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং : কোহলিকে ছাড়িয়ে গেলেন পন্থ, শীর্ষে বুমরাহ

ICC Test Ranking
ICC Test Ranking

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ঋষভ পন্থ, তার সতীর্থ বিরাট কোহলিকে টপকে ব্যাটারদের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে পৌঁছেছেন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত ৯৯ রান তাকে র‍্যাঙ্কিং–এ উন্নতি ঘটিয়েছে। পন্থ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এসেছেন। কোহলি বেঙ্গালুরুতে সাবলীল ৭০ রান করেছেন, তিনি এক স্থান নেমে অষ্টম স্থানে রয়েছেন।ওপেনার যশস্বী জয়সওয়াল র‌্যাঙ্কিং–এ চার নম্বরে রয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নের যৌথভাবে স্থান ১৫ তম, তারা দুই ধাপ নেমে গেছেন।

ইংল্যান্ড তারকা জো রুট পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফমেন্স দেখিয়ে রেংকিংয়ে শীর্ষেই আছেন। রচিন রবীন্দ্র (৩৬ স্থান উঠে ১৮তম) এবং ডেভন কনওয়ে (১২ স্থান উঠে ৩৬তম) নিউজিল্যান্ডের জুটিও টেস্ট ব্যাটারদের সর্বশেষ তালিকায় ভালো স্থান করেছেন, অন্যদিকে সতীর্থ ম্যাট হেনরিও দুই ধাপ উপরে উঠে নবম স্থান পেয়েছেন । পাকিস্তানের স্পিনার নোমান আলি ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে ১১ উইকেট নেওয়ার পরে ১৭ তম স্থানে উঠে এসেছেন।বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ, এরপর সতীর্থ আর অশ্বিন। আর শীর্ষ দশের সপ্তম স্থানে আছেন রবীন্দ্র জাদেজা।

You might also like!