Game

11 months ago

FIFA World Cup 2026 : বাড়ছে ম্যাচের সংখ্যা, বদলাচ্ছে ফরম্যাট, আর কী হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ?

FIFA World Cup 2026
FIFA World Cup 2026

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টা আগেই ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল ফিফা। এবার ফরম্যাট বদলের কথাও জানিয়ে দিল। ২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হবে সবচেয়ে বড় বিশ্বকাপ। কারণ, এবার বিশ্বকাপ খেলবে ৪৮ দল। তাই ১২টি গ্রুপে এবার লিগ পর্যায়েকে ভাগ করা হয়েছে। যেখানে থাকবে চারটি করে দল।

প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল নক-আউটে উঠবে। সেরা তিন হয়ে যাবে আটটি গ্রুপ থেকে। অর্থাৎ ৩২ দলের প্রি-কোয়ার্টার ফাইনাল হবে। সেখান থেকে ১৬টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এই প্রথম বেড়েছে ম্যাচের সংখ্যা। এবার মোট ম্যাচ হবে ১০৪। গতবারের তুলনায় ৪০টি ম্যাচ বেশি।মেক্সিকোর অ্যাজিটেক স্টেডিয়াম থেকে হবে কিক-অফ। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে সবচেয়ে বড় বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম তিনটি দেশ মিলে আয়োজন করছে ফুটবল বিশ্বকাপে।


You might also like!