Game

1 month ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ : লেভারকুজেনকে উড়িয়ে জিতলো লিভারপুল

Liverpool beat Leverkusen
Liverpool beat Leverkusen

 

লিভারপুল, ৬ নভেম্বর  : অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ৪-০ গোলে বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে জিতেছে আর্না স্লটের দল লিভারপুল। লুইস দিয়াসের হ্যাটট্রিকে তাদের উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ জয় পেল লিভারপুল। অন্য গোলটি করেছেন কোডি হাকপো।দ্বিতীয়ার্ধে চারটি গোল হয়েছে ৬১, ৬২, ৮৩ ও যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে। ম্যাচে বল দখলে জার্মান চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও, সুযোগ তৈরির ক্ষেত্রে বেশি আধিপত্য ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলটির। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে লিভারপুল। টানা দুই জয় একটি করে ড্র করে লেভারকুজেন ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।

You might also like!