Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Game

2 years ago

IND VS AUS T20 series : মেটানো হয়নি বিল, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বিদ্যুৎহীণ স্টেডিয়ামের একাংশ

IND VS AUS T20 series
IND VS AUS T20 series

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ভারত বনাম অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচ । রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল । কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগেই জানা গেল, স্টেডিয়ামের একাংশে নাকি কোনও বিদ্যুৎই নেই । কারণটা শুনলে তো আরও অবাক হবেন । জানা গেল,২০০৯ সাল থেকে একটা ইলেকট্রিসিটি বিলের টাকা এখনও মেটানো হয়নি । তাহলে কি খেলা চলাকালীন স্টেডিয়ামের একটা অংশ অন্ধকারই থাকবে ?

জানা গিয়েছে, স্টেডিয়ামের বকেয়া বিল প্রায় ৩.১৬ কোটি, যে কারণে ৫ বছর আগে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় । ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে একটি অস্থায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে । কিন্তু এটি শুধুমাত্র দর্শকদের গ্যালারিকে কভার করে । জানা গিয়েছে, আজকের ম্যাচ চলাকালীন ফ্লাডলাইটগুলি একটি জেনারেটর ব্যবহার করে চালাতে হবে ।

রায়পুর গ্রামীণ সার্কেলের ইনচার্জ অশোক খান্ডেলওয়াল জানিয়েছেন, স্টেডিয়ামের অস্থায়ী সংযোগের ক্ষমতা বাড়ানোর জন্য সেক্রেটারি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে । জানা গিয়েছে, স্টেডিয়ামটি নির্মাণের পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডি-র কাছে হস্তান্তর করা হয় । বাকি খরচের দায়িত্বে ক্রীড়া বিভাগের হাতে । বকেয়া বিল পরিশোধের জন্য বিদ্যুৎ সংস্থা দুই দফতরকেই নোটিস পাঠায় । কিন্তু, কোনও কাজ হয়নি । বরং অপরিশোধিত বিদ্যুৎ বিলের জন্য দুই দফতর একে অপরকে দায়ী করে আসছে ।


You might also like!