Game

3 weeks ago

Arctic Open:আর্কটিক ওপেন : পিভি সিন্ধু, লক্ষ্য সেন অলিম্পিক বিপর্যয়ের পরে ফিরে আসছেন

PV Sindhu, Lakshya Sen
PV Sindhu, Lakshya Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মঙ্গলবার আর্কটিক ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তারকা শাটলার পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। কারণ প্যারিস অলিম্পিকে পদকবিহীন আউটিংয়ের পরে আন্তর্জাতিক মঞ্চে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন তাদের গতি পুনরুদ্ধার করতে চাইছেন। সিন্ধুর নতুন কোচ হয়েছেন কোরিয়ান কিংবদন্তি লি সিউন ইল, আগে সিন্ধুর কোচ ছিলেন ইন্দোনেশিয়ার আগুস সান্তোসোর।

You might also like!