Game

1 year ago

Afghanisthan vs Pakistan 2023 : টি ২০ তে ইতিহাস, প্রথমবার পাকিস্তানকে হারিয়ে দিল আফগানিস্তান

Afghanisthan vs Pakistan
Afghanisthan vs Pakistan

 

শারজা, ২৫ মার্চ : তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচেই পাক দলকে চূর্ণ করে জয়ী আফগানিস্তান । রশিদ খানরা জিতেছেন ছয় উইকেটে। এই প্রথম টি ২০ ক্রিকেটে আফগানদের জয় পাক দলের বিরুদ্ধে। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ৯২ রান করেছিল। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান আফগানরা। খেলার তখনও ১৩ বল বাকি ছিল।


বিপক্ষ দলকে কমজোরি ভেবেই আসল ভুলটা করেছে পাক দল। তারা দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। বাবর আজম, শাহিন আফ্রিদি, ফখর জামান, মহম্মদ রিজওয়ান, হারিস রউফদের বিশ্রাম দিয়ে দল গঠন করেছে আফগানদের বিপক্ষে।নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শাদাব খানের ওপর। পাক সুপার লিগে ভাল পারফর্ম করা সিয়াম আইয়ুব, আজম খান, মহম্মদ হারিস, আবদুল্লাহ শফিকিদের দলে নেওয়া হয়েছে। পাশাপাশি বোলার হিসেবে ছিলেন নাসিম শাহ, জামান খান এবং ইসানুল্লাহরা।


শারজা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ব্যাট করতে নামার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৬ রান করে বিদায় নেন মোহাম্মদ হারিস। আবদুল্লাহ শফিকি কোনো রান না করেই ফিরে যান। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় আফগানরা। ওপেনার ইবরাহিম জাদরান ৯ রানে, রহমানুল্লাহ গুরবাজ ১৬ রানে আউট হয়ে যান। দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ নবি এবং নাজিবুল্লাহ জাদরানই আফগানদের জয় এনে দেন। দু’জনে মিলে গড়েন ৪৯ বলে ৫৩ রানের জুটি। ৩৮বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নবি এবং ২৩ বলে ১৭ রানে অপরাজিত থাক জাদরান। 

You might also like!