তেহেরান, ২৮ নভেম্বর : এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে তো দলকে জেতাতেই (১-১) পারলেন না বরং রেফারির দেওয়া পেনাল্টি নিজেই বাতিল করে দিলেন রোনাল্ডো! তাঁর এই ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন ক্রীড়ামহলে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে ইরানের মাঠে। এএফসির ম্যাচে পারসেপোলিসের মুখোমুখি হয়েছিলেন রোনাল্ডোর আল নাসের। ম্যাচের ৪ মিনিটে প্রতিপক্ষের বক্সে বল দখল করতে গিয়ে পড়ে যান রোনাল্ডো। নাসেরের ফুটবলাররা পেনাল্টির আবেদন জানালে রেফারি পেনাল্টি দেন।
এ নিয়ে প্রতিবাদ করেন পারসেপোলিসের ফুটবলাররা। তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন রেফারি। এরপরে চমকটা এখানেই। রোনাল্ডো নিজেই এগিয়ে যান রেফারির দিকে এবং রেফারিকে জানিয়ে দেন তাঁকে অবৈধ ভাবে আটকানো হয়নি। এটা কোন পেনাল্টি নয়। এরপর ‘ভার’-এর সাহায্য নিয়ে রেফারি সিদ্ধান্ত বদল করেন। এই ঘটনার পর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রোনাল্ডোর এই মহানুভবতা প্রশংসিত হচ্ছে ক্রিড়ামহলে।