FIFA World Cup 2022

1 year ago

Cristiano Ronaldo : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জরিমানা এবং দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এফএ

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

লন্ডন, ২৪ নভেম্বর  : তারকা স্ট্রাইকার তথা প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এ বছরের শুরুতে এভারটনে এক সমর্থকের মোবাইল ফোনে আঘাত করার জন্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) দু ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

এবছরের ৯ এপ্রিল গুডিসন পার্কে তৎকালীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এভারটনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর তার সাথে ঝগড়া হয়। স্কাই স্পোর্টসের মতে, মার্সিসাইড পুলিশ তাঁকে সতর্ক করেছিল।

এফএ তার বিরুদ্ধে অনুচিত আচরণের অভিযোগও করেছে। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সংস্থা। তবে বিশ্বকাপে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না এবং যখনই তারকা স্ট্রাইকার কোনও ক্লাবে যোগ দেবেন তখনই শাস্তি প্রযোজ্য হবে। তবে রোনাল্ডো এফএ-র কাছে আরোপিত অভিযোগ স্বীকার করে শাস্তি এড়াতে ব্যক্তিগত শুনানির অনুরোধও করেছেন।

You might also like!