Country

2 weeks ago

Polling officers leaving by helicopter: মাও-অধ্যুষিত এলাকায় ভোট : ছত্তিশগড় ও মহারাষ্ট্রে চপারে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

Polling officers leaving by helicopter (File Picture)
Polling officers leaving by helicopter (File Picture)

 

নয়াদিল্লি, ১৬ এপ্রিল: মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বস্তার ও মহারাষ্ট্রের গড়চিরৌলিতে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক আগে থেকেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর ভোটের ৩-দিন আগে হেলিকপ্টারে ভোটকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রে। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার ভোটকর্মীরা হেলিকপ্টারে চেপে ছত্তিশগড়ের নারায়ণপুর ও বিজাপুরে নকশাল-প্রভাবিত এলাকায় চলে গিয়েছেন। ছত্তিশগড়ের ১১টি লোকসভা আসনে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৭ মে তিনটি পর্যায়ে ভোট হবে। ১৯ এপ্রিল প্রথম দফায় শুধুমাত্র বস্তারে ভোটগ্রহণ হবে৷

বিজাপুরের কালেক্টর অনুরাগ পান্ডে বলেছেন, "সমগ্র পরিকল্পনা নির্বাচন কমিশনের নির্দেশনায় এবং রাজ্যের নির্বাচন কমিশনের আধিকারিকদের নির্দেশে করা হয়েছে। আমরা ভোটের ৩-দিন আগে ভোটকর্মীদের পাঠাতে শুরু করেছি। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।" নারায়ণপুরের এসপি প্রভাত কুমার বলেছেন, "প্রথম দফার ভোটে প্রায় ৩৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। পোলিং টিম পাঠানো হয়েছে। ভোটগ্রহণ সফলভাবে অনুষ্ঠিত হবে। এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।"

মহারাষ্ট্রের গড়চিরৌলিতেও হেলিকপ্টারে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটকর্মীদের। পুলিশ সুপার (এসপি) নীলোৎপল বলেছেন, "গতকাল ভারতীয় বায়ুসেনার ৬টি এমআই-১৭ হেলিকপ্টার আমাদের কাছে এসেছিল এবং মঙ্গলবার থেকে হেলি ড্রপিং শুরু হয়েছে। সংবেদনশীল এবং অত্যন্ত সংবেদনশীল এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।"


You might also like!