FIFA World Cup 2022

1 year ago

FIFA World Cup 2022: দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় নিজেদের স্থান কার্যত পাকা করে ফেলল ব্রাজিল

Brazil won the match against Switzerland
Brazil won the match against Switzerland

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নেই নেইমার, তাতে কি? প্রতিপক্ষকে ধরাশায়ী করে কাতার বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল সেলেকাওরা। বুঝিয়ে দিল, নেইমার ছাড়াও তাদের দল জয়ের ইতিহাস গড়তে পারে। গোড়ালিতে চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন নেইমার। এদিন তাঁর পরিবর্ত হিসেবে ম্যান ইউ মিডফিল্ডার ফ্রেডকে বেছে নিয়েছিলেন তিতে। চোটের জন্য বাদ পড়া রাইট ব্যাক দানিলোর জায়গায় শুরু করেন এডের মিলিতাও। ফ্রেডের পাশে ক্যাসিমেরোকে রেখে পুকেতাকে উইংয়ে খেলার জায়গা করে দেন তিতে। ফরোয়ার্ড লাইনে গত ম্যাচের নায়ক রিচার্লিসনের সঙ্গে জুড়ে দেওয়া হয় ব়াপিনহা ও ভিনিসিয়াস জুনিয়রকে। প্রথমার্ধে সেই রাপিনহোই গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর গোলমুখী দুরন্ত শট জমা পড়ে সুইস গোলকিপার সোমারের গ্লাভসে। বেশ কিছু সেট পিস পেয়ে যায় সুইস দল কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্স আটকে যায় তারা। গোলশূন্য প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ভিনিসিয়াস বল জালে জড়ালেও অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। এরপর পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক উপহার পেয়েও তা কাজে লাগাতে পারেনি সেলেকাওরা। তবে ম্যাচের শেষ লগ্নে এসে দুর্দান্ত গোল করে দলকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন ম্যান ইউ তারকা ক্যাসেমিরো। শেষ মুহূর্তে যেভাবে মুহুর্মুহু আক্রমণ নীতি অনুসরণ করেছিল ব্রাজিল তাতে বলাই যায় এই গোলের ব্যবধান আরও বাড়তে পারত।

You might also like!