Country

1 week ago

Lok Sabha elections :লোকসভা নির্বাচনের চতুর্থ দফার বিজ্ঞপ্তি জারি, শুরু মনোনয়ন দাখিলের কাজও

Notification of the fourth phase of the Lok Sabha elections has been issued
Notification of the fourth phase of the Lok Sabha elections has been issued

 

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : লোকসভা নির্বাচনের চতুর্থ দফার বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন পত্র দাখিলের কাজও। এই দফায় ৯টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে আগামী ১৩ মে। এই ৯৬টি আসনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৮টি আসন।

এছাড়াও অন্ধ্র প্রদেশের ২৫টি আসনের সবকটিতে, তেলেঙ্গানার ১৭টি আসনেই, উত্তর প্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের-১১, মধ্যপ্রদেশের-৮, বিহারের-৫, ঝাড়খণ্ড ও ওডিশার ৪টি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনেও চতুর্থ পর্যায়ে ভোট নেওয়া হবে। ২৫ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে। ১৩ মে সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এদিকে, তৃতীয় দফার ভোটের জন্য প্রার্থীপদ দাখিলের কাজও চলেছে জোরকদমে। এই দফায় পশ্চিমবঙ্গের চারটি সহ ৯৪টি আসনে ভোট গ্রহণ হবে ৭ মে। শুক্রবার ১৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। নাম প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল।


You might also like!