Health

2 weeks ago

Yoga for health: মানসিক প্রশান্তি আনতে যোগাসনের বিকল্প আর কি রয়েছে? তাই বাড়িতে করুন এই যোগাসনগুলি

Yoga benefits to mental health (File Picture)
Yoga benefits to mental health (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজকাল অফিসের চাপ থেকে সংসার সামলানোর সাঁড়াশি চাপে পড়ে মানুষের জীবন এক্কেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সবের থেকে একটু বেড়িয়ে মানসিক শান্তির খোঁজে একেবারে মত্ত হয়ে উঠছে প্রতিটি মানুষজন। তবে এই মানসিক শান্তির কিছুটা পথ বাতলে দিতে পারে যোগাসন। তাই নিজেকে মানসিক সুখ দিতে করতে পারেন এই যোগাসনগুলি। 

সুখাসন

প্রথমে শিরদাঁড়া সোজা করে পা সামনের দিকে ছড়িয়ে বসুন। এ বার হাঁটু বেঁকিয়ে নিয়ে বাঁ দিকের পা ডান দিকের হাঁটুর তলায় রাখুন এবং আপনার ডান দিকের পা বাঁ দিকের হাঁটুর তলায় রাখুন। দু’হাতের তালু দুই হাঁটুর উপরে রাখুন। মাথা, ঘাড় ও শিরদাঁড়া যেন এক বিন্দুতে সোজা ভাবে থাকে। সোজাসুজি তাকিয়ে স্বাভাবিক শ্বাস নিন। এই ভাবে ৬০ সেকেন্ড ধরে রাখুন। এই আসনের ফলে মন শান্ত হবে এবং উদ্বেগ দূর হবে। সেই সঙ্গে শারীরিক ও মানসিক ক্লান্তিও দূর করবে এই আসন।

আনন্দ বালাসন

হাত ও পা ছড়িয়ে মেঝেতে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ুন। এ বার হাঁটু মুড়ে পেটের কাছে নিয়ে আসুন। হাত দুটো প্রসারিত করে পায়ের পাতা দুটো ধরুন। দুই হাঁটুর মধ্যে যেন বেশ খানিকটা দূরত্ব থাকে। এ ভাবে ৬০ সেকেন্ড থাকুন। শরীরের যাবতীয় ক্লান্তি দূর করবে আনন্দ বালাসন।

শিশু আসন

হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে বসুন। এ বার আস্তে আস্তে সারা শরীর পিছনে নিয়ে গিয়ে নিতম্ব পায়ের গোড়ালির উপর রাখুন। কপাল মাটিতে ঠেকান। হাত দুটো পিছনে নিয়ে গিয়ে তালু উল্টো করে পায়ের কাছে রাখুন। মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সহায়তা করে এই যোগাসন। দেহে রক্ত সঞ্চালনের প্রক্রিয়াকেও স্বাভাবিক রাখে।

You might also like!