FIFA World Cup 2022

1 year ago

FIFA WC 2022 : কাতার বিশ্বকাপ : নির্বাসনের ভয়ে প্রতিবাদের রাস্তা থেকে পিছু হঠল ইউরোপের ৭ দেশ

7 European countries retreated from the protest
7 European countries retreated from the protest

 

দোহা, ২১ নভেম্বর : বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিশেষ একটি ব্রেসলেট পরে বিশ্বকাপে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের সাতটি দেশ। তবে নির্বাসিত হওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত বদল করল তারা।

ইংল্যান্ড, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও স্যুইৎজারল্যান্ড - এই সাত দেশ সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্যের প্রতিবাদে তাঁদের ফুটবলাররা একটি বিশেষ ব্রেসলেট পরে মাঠে নামবেন। যে ব্রেসলেটের নামকরণ করা হয়েছিল ওয়ান লাভ। এই সাত দেশের মধ্যে সোমবার মাঠে নামে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েলশ। অনেকেই দেখতে চাইছিলেন যে, এই তিন দল সোমবার ওয়ান লাভ ব্রেসলেট পরে মাঠে নামেন কি না।

কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল সাত দেশই। ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবলের মাঠ থেকে কোনও রাজনৈতিক বার্তা দিলে বা ইঙ্গিত বহনকারী কাজ করলে সংশ্লিষ্ট দেশ বা ফুটবলারকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে। অধিনায়কদের হলুদ কার্ড দেখানো হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিশ্বকাপ চলাকালীন সেইরকম কোনও বিতর্ক যাতে না হয়, সেই কারণে ব্রেসলেট পরার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল এই সাত দেশ। ইংল্যান্ড বনাম ইরান ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ফিফার অনমনীয় মনোভাবের সমালোচনাও করা হয়েছে। 

You might also like!