Country

2 weeks ago

Ramdev willing to appolgy: পতঞ্জলি মামলায় প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি রামদেব, ২৩ এপ্রিল পরবর্তী শুনানি

Ramdev agrees to apologize publicly in Patanjali case
Ramdev agrees to apologize publicly in Patanjali case

 

নয়াদিল্লি, ১৬ এপ্রিল: পতঞ্জলির ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপন’ মামলায় এবার প্রকাশ্যে ক্ষমা চাইতেও রাজি হলেন যোগগুরু বাবা রামদেব। আইনজীবী মুকুল রোহাতগি মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানান, রামদেব প্রকাশ্যে ক্ষমা চাইতে ইচ্ছুক। বিচারপতি হিমা কোহলি বলেছেন, আদালত রামদেব এবং বালকৃষ্ণের কথা শুনতে চায় এবং তাঁদের এগিয়ে আসতে বলে। কিছু অডিও ত্রুটি থাকায় কয়েক মিনিটের জন্য বেঞ্চ উঠে যায়। বেঞ্চ উষ্মা প্রকাশ করে বলেছে, "এটি আমাদের পক্ষ থেকে সেন্সরশিপ বলে মনে করবেন না"।

পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আসেন যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ। এদিন শুনানির সময় আইনজীবী মুকুল রোহাতগি সুপ্রিম কোর্টকে জানান, রামদেব প্রকাশ্যে ক্ষমা চাইতে ইচ্ছুক। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ এপ্রিল। ওই দিনও রামদেব এবং বালকৃষ্ণকে শীর্ষ আদালতে হাজিরা থাকতে হবে।


You might also like!