West Bengal

1 week ago

GO back slogan to Sukanta: বালুরঘাটে সুকান্তকে গো-ব্যাক স্লোগান, ক্ষুব্ধ বিজেপির রাজ্য সভাপতি

Go-back slogan for Sukant at Balurghat
Go-back slogan for Sukant at Balurghat

 

বালুরঘাট, ২৬ এপ্রিল: বালুরঘাট লোকসভার অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রের পতিরাম এলাকার ১০০ নম্বর বুথে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান উঠল। অভিযোগ তৃণমূল কর্মীদের দিকে। তৃণমূলের বক্তব্য, শান্তিপূর্ণ এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্তের পাল্টা দাবি, তৃণমূল ভোটকেন্দ্রের সামনে স্লোগান দিয়েছে, বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছে। তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকলে তর্জনী উঁচিয়ে তেড়ে যান সুকান্ত।

বালুরঘাট কেন্দ্রে সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তারপরই উত্তেজনা চরমে উঠল তপনে। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে মহিলাকে দেখে অশ্লীল শব্দও ব্যবহার করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে যান সুকান্ত। সেখানেই তাঁকে বাধাদানের অভিযোগ ওঠে। বুথের সামনেই গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। বালুরঘাটে ধুন্ধুমার বেঁধে যায়। সেখানে পৌঁছে সুকান্ত মজুমদার পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তোলেন। আইসি-র বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সুকান্তর অভিযোগ, গঙ্গারামপুর, ইটাহারে বিজেপির এজেন্ট-সমর্থকদের বাধাদান, ভয় দেখানো হচ্ছে। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করে তৃণমূল। বুথের কাছে তৃণমূলকর্মীদের স্লোগান উঠতেই, তেড়ে যান সুকান্ত মজুমদার। তপনের প্রতিরামে বুথ সামনেই তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি।

You might also like!