কলকাতা, ২৯ আগস্ট, : শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নেবে এসএসসি। তার আগেই তাঁদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের শুক্রবার পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হল। একসঙ্গে প্রায় ৪২০০ জন শিক্ষক শিক্ষিকাকে পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে। পুরনো চাকরিতে ফেরার ছাড়পত্র শুক্রবার দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন কে চিঠি দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ২০১৬-এর শিক্ষক নিয়োগে যারা পুরনো চাকরি ছেড়ে এসেছিলেন, তার মধ্যে থেকে এই তিন জায়গা থেকেই চাকরি ছেড়ে আর আসার সংখ্যা বেশি।