Game

5 hours ago

Premier League 2025:প্রিমিয়ার লিগ: ম্যান ইউনাইটেডের মরসুমের প্রথম জয়

Manchester United first win
Manchester United first win

 

ম্যানচেস্টার, ৩১ আগস্ট : শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বার্নলিকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মরশুমের প্রথম জয় পেল। ব্রায়ান এমবিউমোব্রুনো ফার্নান্দেসের গোলের পাশাপাশি ইউনাইটেডের একটি আত্মঘাতী গোল হয়েছেবার্নলির জশ কুলেন আত্মঘাতী গোলটি করেন। বার্নলির পক্ষে লাইল ফস্টার ও জেইডন অ্যান্থনি দুটি গোল শোধ করেন।

এই জয়ে ম্যান ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের আপাতত অস্বস্তির নিশ্বাস ফেললেন। নতুন মরসুমে লিগে জয় পেতে ম্যান ইউকে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো। আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ম্যান ইউনাইটেডের শেষ ম্যাচ। স্বস্তি নিয়েই বিরতিতে গেল রেড ডেভিলরা

You might also like!