Game

5 hours ago

Real Madrid La Liga 2025:টানা তিন জয়ে লিগার শীর্ষে রিয়াল

Real Madrid La Liga 2025
Real Madrid La Liga 2025

 

মাদ্রিদ, ৩১ আগস্ট : লা লিগায় দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে মায়োর্কাকে ২-১ গোলে হারাল তারা। এই নিয়ে টানা তিন ম্যাচে জিতলো তারা। এই জয়ে লা লিগার শীর্ষে চলে গেল রিয়াল মাদ্রিদ। টানা তিন জয়েপয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ

ম্যাচের ১৮ মিনিটে মায়োর্কার ফরোয়ার্ড ভেদাত মুরিকি গোল করে রিয়ালকে চাপে ফেলে। তবে ম্যাচে ঘুরে দাঁড়ায় মাদ্রিদ। ৩৭ মিনিটে রিয়ালের হয়ে আরদা গুলার গোল করে সমতা ফেরান। এক মিনিট পরই অর্থাৎ ৩৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে লিড পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। লিগের প্রথম তিন ম্যাচে মাত্র এক গোল হজম করেছে শাবি আলোনসোর শিষ্যরা।

এদিন বলের দখল বা আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলে ১৭টি শট নিয়েছে রিয়াল, যার ৭টি লক্ষ্যে ছিলবিপরীতে মায়োর্কা ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে

আন্তর্জাতিক বিরতির পর রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, ১৪ সেপ্টেম্বর রিয়ালের মাঠে। এরপর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মার্সেইর মুখোমুখি হবে তারা, সান্তিয়াগো বার্নাব্যুতেই

You might also like!