Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

PM Modi on mutual respect:পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বাসী ভারত : প্রধানমন্ত্রী

PM Modi on mutual respect
PM Modi on mutual respect

 

তিয়ানজিননয়াদিল্লি, ৩১ আগস্ট : পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বাসী ভারত। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চিনের তিয়ানজিনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, কৈলাস মান সরোবর যাত্রা ফের চালু করা হয়েছে। ভারত এবং চিনের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু করা হয়েছে। ভারত এবং চিনের সম্পর্কের উপরে দুই দেশের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ জড়িত

এরপরই প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ায় অঙ্গীকারবদ্ধ ভারত। আমেরিকা যখন ভারতের উপরে শুল্কের বিপুল বোঝা চাপিয়েছে, সেই সময়ে চিনের সঙ্গে ভারতের এই দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলএসসিও সম্মেলন আয়োজনের জন্যও জিনপিং-কে অভিনন্দন জানিয়েছেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় শি জিনপিং বলেছেন, "চিন এবং ভারত প্রাচ্যের দু'টি প্রাচীন সভ্যতা। আমরা বিশ্বের দু'টি সর্বাধিক জনবহুল দেশ এবং আমরা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্যও। আমরা উভয়ই আমাদের দুই দেশের জনগণের মঙ্গল উন্নত করার, উন্নয়নশীল দেশের সংহতি ও পুনর্জাগরণ প্রচার করার এবং মানব সমাজের অগ্রগতি প্রচারের ঐতিহাসিক দায়িত্ব পালন করি। উভয় দেশের জন্যই সঠিক পছন্দ হল, এমন বন্ধু হওয়া যাদের প্রতিবেশীসুলভ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এমন অংশীদার হওয়া যা একে অপরের সাফল্যকে সক্ষম করে।"

You might also like!