kolkata

1 week ago

Summer Vacation:তীব্র গরমের জের,এগিয়ে আসছে গরমের ছুটি, কবে থেকে বন্ধ হতে পারে স্কুল

Summer Vacation
Summer Vacation

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তীব্র গরমের জের। রাজ্যে এগিয়ে আসছে গরমের ছুটি। সূত্রের দাবি, ৬ মের বদলে ছুটি শুরু হয়ে যাবে আগামী ২২ এপ্রিল থেকেই।

লোকসভা ভোটের জন্য এবার গরমের ছুটি বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছর সাধারণত ১০ দিন গরমের ছুটি পায় স্কুল পড়ুয়ারা। এবার যা বাড়িয়ে ২২ দিন করা হবে বলে জানিয়েছিল পর্ষদ। বলা বাহুল্য ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা হয়ে গেলে সেই সংখ্যা আরও বাড়বে।

চলতি বছরের এপ্রিলে পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। যা চলত ২ জুন পর্যন্ত। কিন্তু যেভাবে গরম পড়ে গেছে এবং দাবদাহ শুরু হয়ে গেছে তাতে গরমের ছুটি এগিয়ে আনারই ভাবনাচিন্তা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ওই দিন হবে প্রথম দফার ভোটগ্রহণ। ১৯ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে নির্বাচন। এই কারণে সেখানকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে পর্ষদ। তবে   ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গেলে নির্ধারিত সময়ের অনেক আগেই পঠনপাঠন বন্ধ হয়ে যাবে। আবার কবে স্কুল খোলা যাবে, সেটা আবহাওয়ার পরিস্থিতি বিচার করেই জানানো হবে।

গরমের ছুটি এগিয়ে আনার আবেদন নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছে শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।  শিক্ষামন্ত্রীকে ইমেল করে তাঁরা জানিয়েছিলেন, প্রচণ্ড গরমের কারণে স্কুলগুলিতে ছুটি এগিয়ে আনা হোক। আগামী ২২ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলতে পারে। মে মাসেও দাবদাহের পরিস্থিতি থাকবে বাংলায়। এই গরমে স্কুল পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্যই গরমের ছুটি নিয়ে ভাবনাচিন্তা করার আবেদন জানানো হয়েছে।


You might also like!