দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিজয়া দশমী মানেই মা দুর্গার
বিদায়। মর্ত্য জুড়ে বিষাদের সুর। আর সেই বিদায় বেলাতেই বিবাহিত মহিলারা মা দুর্গাকে
বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন। কিন্তু মায়ের বিদায়ের মাঝে সিঁদুর খেলা নিয়ে রয়েছে
এক অদ্ভুত ইতিহাস।
সিঁদুর হল ব্রহ্মার প্রতীক। হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস
করা হয় যে কপালে সিঁদুর পরলে সেখানে অবস্থান করেন স্বয়ং ব্রহ্মা। তাই অনেকের মতে
সেই থেকেই বিজয়ার দিন সিঁদুর খেলার প্রচলন
রয়েছে।গীতায় বর্ণনা করা রয়েছে কাত্যায়নী ব্রত উপলক্ষে কৃষ্ণের মঙ্গল কামনায় সিঁদুর
খেলায় মেতেছিলেন গোপিনীরা। বিজয়া দশমীর দিন
বিবাহিত মহিলারা আগে বরণ করেন দেবী দুর্গাকে। সিঁদুর প্রথমে দেবী দুর্গার সিঁথি ছুঁইয়ে
সেটি পরিয়ে দেন একে অন্যের সিঁথিতে। দেবী দুর্গার সিঁথি স্পর্শ করা সিঁদুরকে সৌভাগ্যের
প্রতীক হিসেবে ধরা হয়।