শিমলা, ১৩ জুলাই : আগামী ১৮ জুলাইয়ের পর থেকে বর্ষার বৃষ্টি কিছুটা হ্রাস পাবে হিমাচল প্রদেশে। তবে, আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সমতল, নিচু পাহাড় এবং সংলগ্ন মধ্য পাহাড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এরপর ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৮ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে, আবহাওয়া দফতর বিভিন্ন জেলায় হলুদ আবহাওয়ার সতর্কতা জারি করেছে। এখনও পর্যন্ত হিমাচলে ৩১টি আকস্মিক বন্যা, ২২টি মেঘভাঙা বৃষ্টি এবং ১৮টি ভূমিধসের ফলে মোট ৭৫১.৯৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও, মান্ডিতে ২০৩টি, কুল্লুতে ২৫টি, কাংড়ায় ১৩টি, সিরমৌরে চারটি, উনায় তিনটি এবং হামিরপুর জেলার দু'টি-সহ ২৫২টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে।