বৃন্দাবন, ১৪ জুলাই : বিজেপি সাংসদ তথা প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী সোমবার "এক পেড় মা কে নাম' অভিযানের অঙ্গ হিসেবে চারাগাছ রোপণ করলেন। এদিন বৃন্দাবনে নিজ হাতে এটি বৃক্ষ রোপণ করেন হেমা মালিনী। হেমা বলেছেন, বৃন্দাবনকে প্রাচীনকালের মতো করে তোলাই লক্ষ্য। হেমা মালিনী বলেছেন, "আমাদের লক্ষ্য হল, বৃন্দাবনকে প্রাচীনকালের মতো করে তোলা, গাছপালায় পরিপূর্ণ করা, যা এখন আর নেই, তাই আমরা সমগ্র ব্রজ মণ্ডলে প্রচুর গাছ লাগানোর চেষ্টা করছি। প্রত্যেকেরই প্রতিটি গাছ রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া উচিত।"