Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : পুজোয় বেআইনি বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ পৌরসভার

Durga Puja (File Picture)
Durga Puja (File Picture)

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন দুর্গাপুজোকে ঘিরে এই মুহুর্তে সর্বোত্র ব্যস্ততার পরিবেশ। আর সেই সুযোগেই দেদার বিজ্ঞাপনে ছেয়ে যাচ্ছে শহর কলকাতা। তার ফলে সাধারন নতাকে পড়তে হচ্ছে না না সমস্যায়। এবার এই সব বিজ্ঞাপন বেআইনি কী না তা খতিয়ে দেখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরসভা। 

 প্রসঙ্গত, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ তালিকাভিক্ত হবার পর শহরের পুজোউদ্যোক্তাদের যথেষ্ট সাহায্য করছে সরকার। এই মর্মে সরকার পুজোর বিজ্ঞাপনে ছাড় দিয়ে থাকে। এই সুযোগে কিছু বানিজ্যিক সংস্থা নিজেদের তুলে ধরতে ও কর ছাড় পেতে বড় করে হোডিং বসিয়ে চলেছে শহরের সর্বোত্র। সেখানে কোথাও পুজো কমিটির নামের উল্লেখ থাকছে অথবা কোথাও এতটাই কম পরিসরে তাথাকছে যা চোখে পড়া ভার। যার ফলে ক্ষুব্ধ মেয়র নির্দেশ দিয়েছেন এই ধরনের  বিজ্ঞাপন গুলিকে সরিয়ে ফেলতে হবে, সাথে কড়া বার্তা দিয়েছেন এই ধরনের বিজ্ঞাপনকে রুখতে হবে। 

উল্লেখ্য, প্রতিটি পুজোর নিজস্ব বিজ্ঞাপন রাখতে হবে এবং তা অক্টোবরের শুরু থেকে বসানো যাবে বলে সূত্রের খবর। বলাই বাহুল্য,ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ তালিকাভিক্ত হবার পর বাঙালির এই প্রানের উৎসব নিয়ে কোনো প্রকার ত্রুটি রাখতে চাইছে না বর্তমান সরকার।  


You might also like!