দুর্গাপুর, ২২ ডিসেম্বরঃ পুরীর স্যান্ড আর্টের মনোরঞ্জন দামোদরের চরে। দেশ -বিদেশের সমুদ্র সৈকতের 'স্যান্ড আর্ট' নয়, পিকনিকের মরশুমে দুর্গাপুরে দামোদর নদের বালির চরে স্যান্ড আর্ট করে তাক লাগিয়েছেন দুর্গাপুরের যুবক জীবনানন্দ রায়। দামোদরের বালি চরে বড়দিনে মৎস্যকণ্যা থেকে সান্তাক্লজ সহ একাধিক প্রতিমূর্তি বালি দিয়ে তৈরী করে পর্যটকদের কাড়ছেন দুর্গাপুরের জীবনানন্দ। তার স্যান্ড আর্ট দেখে খুশী পর্যটকরা।
জীবনানন্দ রায়। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর কলোনীর বাসিন্দা। দুর্গাপুর সংলগ্ন হলেও ওই এলাকাটি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া পঞ্চায়েত এলাকার অধীনে। বছর ৩০ এর জীবনানন্দ পেশায় ঠিকাশ্রমিক। তবে পারিবারিক বৃত্তি শিল্পকলা। তাঁর বাবা বুদ্ধদেব রায়ের কাছে শিল্পকলায় হাতখড়ি জীবনানন্দের। মাটির কাজ সেভাবে এখন না করলেও, বাড়ির পাশে নদীর চরে বালিশিল্প বা স্যান্ডআর্টের নেশায় বিভোর। পিকনিকের মরশুমে শীতের সকালে কাজের ফাঁকে বালিচরে শুরু করে দেয় তার শিল্পকলার কাজ। নদীর চরে বালি দিয়ে তৈরী করে ফেলেন নিজের মনের মত বিশাল আকারের নানান মূর্তি। যদিও সারাবছর হাতে গোনা কয়েকজন যায় ওই ব্যারেজ এলাকায়। তাঁর তৈরী স্যান্ড আর্ট তেমন কারও নজরে পড়ে না। ব্যারেজের গেট খুলে দিলে জলাধারের জলে তাঁর তৈরী স্যান্ড আর্ট জলে ধূয়ে সাফ হয়ে যায়। পিকনিকের মরশুমে ব্যারেজে ভিড় করে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার বহু মানুষ। আর এই সময় জীবনানন্দের স্যান্ট আর্ট তাক লাগাচ্ছে সাধারণ মানুষ'কে। সেল্ফি জোন হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর আর্ট ও চর্চা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যিশু থেকে এঞ্জেল - নাগকণ্যা থেকে নটরাজ একাধিক প্রতিমূর্তি তৈরী করে নজর কেড়েছে পর্যটকদের।
কয়েকদিন পর বড়দিন। তার আগেই শীতের আমেজ শুরু হয়েছে। ডিসেম্বরের শুরু থেকে পিকনিকের ভিড় জমছে দামোদরের চরে। আর তাই নিয়ম করে প্রতিদিন পর্যটকদের বালির প্রতিমুর্তি তৈরী করে মনরঞ্জন দিতে সতসকালে হাজির জীবনানন্দ। কেনদিন ছুটন্ত ঘোড়া। কোনদিন মৎস্যকণ্যা। এবার বড়দিনের আগে সান্তাক্লজ তৈরী করে পর্যটকদের নজর কাড়ছে জিবনানন্দ। বিকালের সময় পর্যটকরা দারুন উপভোগ করেছে জীবনানন্দের শিল্পকলা।
আগত পর্যটকরা বলেন, " দুর্গাপুর ব্যারেজের জলাধার ছাড়া তেমন কিছু আকর্ষণীয় নেই। তবে বালির চরে হেঁটে সমুদ্র সৈকতের খানিকটা অনুভূতি মেলে। তার মধ্যে বালির চরে ওই যুবককের স্যান্ড আর্ট খুবই আকর্ষণীয় ও মুগ্ধ করে তোলে। এটা বাড়তি পাওনা।"
জীবনানন্দবাবু বলেন," ছোটো থেকে এটা আমার নেশা। বিগত ছ'বছর ধরে এভাবে মানুষকে আনন্দ দিয়ে আসছি। সারাবছর দেখার কেউ থাকে না। নদীর জলে ধুয়ে যায়। পিকনিকের মরশুমে মানুষের মনরঞ্জন করা হয়। অনেকে টাকা দিতে চায়। কিন্তু আমি টাকার জন্য করি না। আমি তৈরী করি, মানুষজন দেখে আনন্দ উপভোগ করেন। প্রশংসা করেন৷ এটাই বড় পাওনা।" তিনি আরও বলেন," তবে আমার ও আমার পরিবারের শিল্পকলার কোন সরকারি স্বীকৃতি না পাওয়া আক্ষেপ রয়েছে।"
তার এই প্রতিভা প্রকাশ্যে এনে দর্শকদের প্রসংশা কুড়ানো তাঁর দীর্ঘদিনের নেশা বলে দাবি এলাকাবাসীর। বর্তমানে তাঁর স্যান্ড আর্টের সৌন্দর্যায়ন দুর্গাপুর ব্যারেজের বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি শিল্পাঞ্চলবাসীর। প্রায়দিনই বালির চরে নানান স্যান্ড আর্ট তৈরী করে আকর্ষিত করেন পর্যটকদের। তাঁর হাতের নিখুঁত স্যান্ড আর্ট দেখার পাশাপাশি সেখানে সেলফি তুলতে ভিড় জমাচ্ছে ব্যারেজে আসা মানুষজন।