Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Festival and celebrations

1 year ago

Hanuman Puja: মঙ্গলবারে কোন পদ্ধতিতে হনুমানজির পুজো করলে ফল পাবেন? জানুন

Bajrangbali (File Picture)
Bajrangbali (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবারে অনেকেই হনুমানব্রত পালন করে থাকেন। ভক্তি ও নিষ্ঠাভরে পুজোও করেন। অনেকসময়ই দেখা যায় মন মতো ফললাভ হচ্ছে না৷ শাস্ত্রজ্ঞদের মতে পুজোর উপাচার যথাযথ না হওয়ার জন্যই সমস্যার সমাধান হচ্ছে না। হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে। সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকারও পাবেন। মিটবে অর্থসংক্রান্ত সমস্যাও। শাস্ত্রমতে বজরঙ্গবলীর পুজো করতে হলে মঙ্গলবার স্নান সেরে ১১টি পিপল গাছের পাতা নিতে হবে। গঙ্গাজল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করার পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রী রাম লিখুন। এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন। এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান করে। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহশান্তিও করাতে পারেন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন। কথিত আছে বজরঙ্গবলী লাড্ডু খুব পছন্দ করেন। এই প্রতিকার গ্রহ শান্তির জন্য উপকারী বলে মনে করা হয়। 

দীর্ঘ সময় ধরে কোনও কাজ আটকে থাকলে বা কোনও বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমান জিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য দেয়। হনুমানজিকে জুঁই তেল ও ফুল নিবেদন করলে বজরঙ্গবলী প্রসন্ন হতেন। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। 

You might also like!