দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবারে অনেকেই হনুমানব্রত পালন করে থাকেন। ভক্তি ও নিষ্ঠাভরে পুজোও করেন। অনেকসময়ই দেখা যায় মন মতো ফললাভ হচ্ছে না৷ শাস্ত্রজ্ঞদের মতে পুজোর উপাচার যথাযথ না হওয়ার জন্যই সমস্যার সমাধান হচ্ছে না। হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে। সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকারও পাবেন। মিটবে অর্থসংক্রান্ত সমস্যাও। শাস্ত্রমতে বজরঙ্গবলীর পুজো করতে হলে মঙ্গলবার স্নান সেরে ১১টি পিপল গাছের পাতা নিতে হবে। গঙ্গাজল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করার পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রী রাম লিখুন। এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন। এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান করে। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহশান্তিও করাতে পারেন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন। কথিত আছে বজরঙ্গবলী লাড্ডু খুব পছন্দ করেন। এই প্রতিকার গ্রহ শান্তির জন্য উপকারী বলে মনে করা হয়।
দীর্ঘ সময় ধরে কোনও কাজ আটকে থাকলে বা কোনও বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমান জিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য দেয়। হনুমানজিকে জুঁই তেল ও ফুল নিবেদন করলে বজরঙ্গবলী প্রসন্ন হতেন। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।