Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Festival and celebrations

1 year ago

Hanuman Puja: মঙ্গলবারে কোন পদ্ধতিতে হনুমানজির পুজো করলে ফল পাবেন? জানুন

Bajrangbali (File Picture)
Bajrangbali (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবারে অনেকেই হনুমানব্রত পালন করে থাকেন। ভক্তি ও নিষ্ঠাভরে পুজোও করেন। অনেকসময়ই দেখা যায় মন মতো ফললাভ হচ্ছে না৷ শাস্ত্রজ্ঞদের মতে পুজোর উপাচার যথাযথ না হওয়ার জন্যই সমস্যার সমাধান হচ্ছে না। হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে। সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকারও পাবেন। মিটবে অর্থসংক্রান্ত সমস্যাও। শাস্ত্রমতে বজরঙ্গবলীর পুজো করতে হলে মঙ্গলবার স্নান সেরে ১১টি পিপল গাছের পাতা নিতে হবে। গঙ্গাজল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করার পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রী রাম লিখুন। এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন। এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান করে। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহশান্তিও করাতে পারেন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন। কথিত আছে বজরঙ্গবলী লাড্ডু খুব পছন্দ করেন। এই প্রতিকার গ্রহ শান্তির জন্য উপকারী বলে মনে করা হয়। 

দীর্ঘ সময় ধরে কোনও কাজ আটকে থাকলে বা কোনও বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমান জিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য দেয়। হনুমানজিকে জুঁই তেল ও ফুল নিবেদন করলে বজরঙ্গবলী প্রসন্ন হতেন। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। 

You might also like!