Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : পুজোয় বডি স্প্রের গন্ধ দীর্ঘ স্থায়ী করতে মেনে চলুন এই উপায়

Tips for body spray smell last longer(Symbolic Picture)
Tips for body spray smell last longer(Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘামের দুর্গন্ধ দূর করতে অনেকেই সুগন্ধি ব্যবহার করেন।হাতে গোনা আর কদিন পরই শহর জুড়ে উৎ সবের পালা শুরু হবে আর এই উৎসবের দিনে নিজের উপস্থিতিকে সকলের নজরে রাখতে নিশ্চই ভাল বডি স্প্রে ব্যবহারের কথা ভাবছেন। ভ্যাপসানি গরমে বডি স্প্রের গন্ধ উধাও হয়ে যায় মুহুর্তে, নামি দামী সুগন্ধি ব্যবহার করেও টেকসই হচ্ছে না গন্ধ। পুজোয় ঘুরতে বেরিয়ে ঘামের কারণে বডি স্প্রের গন্ধ টিকিয়ে রাখবেন কিভাবে?

সুগন্ধি ব্যবহারের সঠিক ব্যবহার না জানা থাকলে এই সমস্যায় আপনিও পড়তে পারেন, এর পাশাপাশি ত্বকের ও জামা কাপড়ের ক্ষতি হতে পারে। বাজার থেকে বডি স্প্রে বা পারফিউম কেনার পর কিভাবে ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে আসুন জেনে নেওয়া যাক। সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে যে ভুল গুলি আমরা প্রায়শই করে থাকি তা হল জামা-কাপড়ের উপর পারফিউম স্প্রে করা। এতে কোনওদিন সুগন্ধ স্থায়ী হবে না। পাশাপাশি জামায় পারফিউম বা বডি স্প্রে-এর দাগ পড়ে যায়।অনেকেই হাতের কব্জিতে সুগন্ধি মেখে নিয়ে দু হাত দিয়ে ঘষে নেওয়ার অভ্যাস রয়েছে? এতেও কিন্তু কোনও কাজ হয় না। জেনে নিন সুগন্ধি ব্যবহারের সঠিক পদ্ধতি। 

দেহের ‘পালস পয়েন্ট’-এ অর্থাৎ যেখানে হৃদ্‌স্পন্দন অনুভূত হয় সেখানে সুগন্ধি স্প্রে করুন। কব্জি, গলার তলা, কানের পিছন, হাতে ভাঁজে সুগন্ধি স্প্রে করুন। এতে সহজে পারফিউমের গন্ধ উধাও হবে না।

পারফিউম স্প্রে করার পর ঘষে নেওয়ার অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। এতে গন্ধ স্থায়ী হয় না। পারফিউব ঘষলে এর মধ্যে থাকা মলিকিউলগুলো ভেঙে যায়। এতে পারফিউমের সুবাস নষ্ট হয়ে যায়। 

শরীর যে অংশগুলো কম ঘামে যেমন, কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

পারফিউমের গন্ধকে স্থায়ী করার জন্য সাত-আটবার স্প্রে করার প্রয়োজন নেই। এতে সুবাস উগ্র হয়ে যেতে পারে। তিন থেকে চারবার স্প্রে করলেই পারফিউমের সুগন্ধ বজায় থাকবে।

সব থেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। প্রথমে চিরুনিতে পারফিউম স্প্রে করুন, তারপর সেটা দিয়ে মাথা আঁচড়ান।

বডি স্প্রেটি শরীরে স্প্রে করার সঙ্গে সঙ্গে গায়ে জামা পরবেন না। সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে পড়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন।

You might also like!