Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Country

7 months ago

NF Rail :এনএফ রেলের অধীন বিভিন্ন স্টেশনে ১৮০টি ‘ওয়ান স্টেশন ওয়ান প্ৰোডাক্ট’ আউটলেট চালু

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) অন্তর্গত বিভিন্ন স্টেশনে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (ওএসওপি) আউটলেটগুলি এমনভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে যা স্থানীয় ও স্বদেশি সামগ্রীর প্রচার এবং বিক্রির ক্ষেত্রে রেলওয়ে স্টেশনগুলিকে প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করে তুলেছে। এই আউটলেটগুলি শুধুমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য ও পরম্পরা প্রদর্শনের মঞ্চ হয়ে থাকেনি, বরং স্থানীয় কারিগর, ব্যবসায়ী ও তাঁদের পরিবারবর্গের জীবনযাত্রায়ও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব নিয়ে এসেছে। আর্থিক সুরক্ষা ও সুস্থির জীবিকা তৈরির পাশাপাশি ওএসওপি স্কিম কারিগর সম্প্রদায়কে সবলীকরণ ও স্বদেশি কারুশিল্প সংরক্ষণের জন্য এক আমুল পরিবর্তন নিয়ে এসেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, ট্রেন যাত্রীরা এখন যাত্রার বিরতির সময় বিভিন্ন রাজ্যের রেল স্টেশনে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ আউটলেটে স্থানীয় হস্তশিল্প, হস্ততাঁত, কটন সামগ্রী এবং অন্যান্য হস্তনির্মিত শিল্প কর্মের সমৃদ্ধশীল ঐতিহ্য অনুসন্ধান করতে পারবেন। এভাবে স্থানীয় শিল্পীদের নিজেদের উৎপাদিত সামগ্রীর প্রদর্শন ও বাজারজাত করার পাশাপাশি ‘ভোকাল ফর লোকাল’ অভিযান প্রচারের জন্য ক্ষমতায়ন করে তোলা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে পাঁচটি ডিভিশন জুড়ে আজ ২১ নভেম্বর পর্যন্ত ১৮০টি ওএসওপি আউটলেট কাজ করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তিনসুকিয়া ডিভিশনে ২৯টি, লামডিং ডিভিশনে ৪৭টি, রঙিয়া ডিভিশনে ২৮টি, আলিপুরদুয়ার ডিভিশনে ৪৭টি এবং কাটিহার ডিভিশনে ২৯টি ওএসওপি আউটলেট। একত্রিতভাবে ১৩২টি রেলওয়ে স্টেশনে ছড়িয়ে থাকা এই আউটলেটগুলি অসংখ্য স্থানীয় কারিগর ও বিক্রেতার আর্থিক উন্নতিতে অবদান রাখছে।

সবগুলি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত স্বতন্ত্র ও অমূল্য সামগ্রীর বৈচিত্র্য প্রদর্শন ও বিপণন করা হচ্ছে। বিভিন্ন ধরনের অসমিয়া পিঠা, ঐতিহ্যবাহী অসমিয়া গামোছা, ঐতিহ্যবাহী বড়ো, রাজবংশী পোশাক, জাপি, স্থানীয় বস্ত্র, পাটের সামগ্রী যেমন টুপি, গামোছা, পুতুল, হস্ততাঁত, দার্জিলিং চা, স্থানীয়ভাবে তৈরিকৃত নানা নকশার চুড়ি, গলার হার, কানের দুল, চুলের ক্লিপ, বাঁশ ও বেত ইত্যাদির পাশাপাশি স্থানীয় খাদ্য সামগ্রী যাত্রীদের আকর্ষণ করতে সক্ষম হচ্ছে।

You might also like!