Festival and celebrations

1 year ago

Fish Mela : চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল! সব মিলবে এই আজব মেলায়

Fish Mela
Fish Mela

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত পড়লেই রাজ্য জুড়ে হরেক রকম মেলা চলে, তেমনই এক আজব মেলা শুরু হয় বাংলা মাসের মাঘ মাসের পয়লা তারিখ থেকে। ব্যান্ডেলের কেষ্টপুর গ্রামে ১লা মাঘ থেকে শুরু হয় মৎস মেলা। স্থানটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মস্থান দেবানন্দপুরের অনতিদূরে।কয়েক বিঘা জুড়ে এই মাছ মেলা দেখতে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলাতে। এবার এই মেলা পড়লো ৫১৬ বছরে। 

গ্রামবাংলার এই প্রাচীন মেলার পেছনে একটি সুন্দর গল্প আছে। এই গ্রামেই থাকতেন রঘুনাথ গোস্বামী। যিনি চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ নিত্যানন্দর একনিষ্ঠ শিষ্য। শোনা যায় দীর্ঘদিন সন্ন্যাস নিয়ে তিনি নিরুদ্দেশ ছিলেন। এরপর হঠাৎ একদিন গ্রামে ফিরে আসাতে গ্রামবাসীরা রঘুনাথের বাবার কাছে আবদার করতে থাকেন। রঘুনাথ গ্রামে ফেরায় তাদের খাওয়াতে হবে।দিনটি ছিল পয়লা মাঘ।গ্রামবাসীদের আবদার ছিল আম আর ইলিশ মাছ খাবেন। পাশের বাগান থেকে আম আর সরোবর থেকে ইলিশ মাছ তুলে সেদিন গ্রামবাসীদের খাওয়ানো হয়েছিল। 

শোনা যায় তারপর থেকেই প্রতিবছর ওই স্থানে আমবাগানে মাছের মেলা হয় পয়লা মাঘ।নামে মাছের মেলা হলেও মেলায় হরেকরকমের জিনিস মেলে।প্রায় সমস্ত রকম মাছ এই মেলায় বিক্রি হয়। আশেপাশের জেলা থেকেও মাছ বেচতে আসেন বিক্রেতারা। সারাদিন ব্যাপি চলে মাছের বিকিকিনি,সাথে চলে না না পদে মাছের ভোজন ও। 

You might also like!