Country

1 week ago

Rahul Gandhi Amethi :অমেঠী থেকেও কি তিনি লড়়বেন? মুখ খুললেন রাহুল গান্ধী

Rahul Gandhi Amethi
Rahul Gandhi Amethi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচলতি নির্বাচনে উত্তর প্রদেশে আসন সমঝোতা হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির। প্রথম দফা নির্বাচনে আগামী ১৯ এপ্রিল এই রাজ্যের আটটি কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে ইন্ডিয়ো জোটের পক্ষ থেকে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। আর সেখানেই রাহুল গান্ধীকে সরাসরি প্রশ্ন, তিনি কি আদৌ আমেঠি থেকে লড়ছেন?

একসময় কংগ্রেসের গড় হিসাবে পরিচিত অমেঠী থেকে স্মৃতি ইরানিকে আবার প্রার্থী করেছে বিজেপি। যদিও কংগ্রেস এখনও ওই আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। জল্পনা তৈরি হয়েছে, ওয়েনাড়ের পাশাপাশি অমেঠী থেকেও লড়তে পারেন রাহুল। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বুধবার রাহুল বলেন, ‘‘কেন্দ্রীয় নির্বাচন কমিটি এবং কংগ্রেস সভাপতি আমাকে যা করতে বলবেন, আমি তা-ই করব। আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।’’ অমেঠী এবং রায়বেরেলি ছেড়ে কেন তিনি ওয়েনাড় কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে জিজ্ঞাসা করা হলে, সেই প্রশ্নকে ‘বিজেপির প্রশ্ন’ বলেও উল্লেখ করেন রাহুল।

২০০৪ সাল থেকে টানা তিনবার লোকসভা নির্বাচনে অমেঠী কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন রাহুল। তবে ২০১৯ সালে ওই কেন্দ্রে বিজেপির স্মৃতির কাছে ৫৫ হাজার ভোটে হেরে যান তিনি।

বুধবারের সাংবাদিক কংগ্রেস নেতা এ-ও দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র হাওয়া রয়েছে। দেশে বিজেপি মাত্র ১৫০টি আসন পাবে বলেও দাবি করেছেন রাহুল। তাঁর কথায়, ‘‘কয়েক দিন আগেও আমি ভাবছিলাম যে, বিজেপি লোকসভায় প্রায় ১৮০টি আসন জিতবে। কিন্তু এখন মনে হচ্ছে ১৫০ আসন পাবে। আমরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছি যে, আমরা সেখানে শক্তিশালী হচ্ছি। উত্তর প্রদেশে আমাদের একটা শক্তিশালী জোট রয়েছে এবং আমরা খুব ভাল ফল করব।’’

এর পাশাপাশি বুধবার আবার নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে নিশানা করেছেন রাহুল। নির্বাচনী বন্ডকে ‘বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি প্রকল্প’ বলে আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দুর্নীতির চ্যাম্পিয়ন’ বলেও তিনি মন্তব্য করেন।


You might also like!