Game

1 week ago

Maharashtra Cyber summon Tamanna: আইপিএল-এর বেআইনি সম্প্রচারকাণ্ডে তমন্নাকে তলব পুলিশের, ২৯ এপ্রিল হাজিরার নির্দেশ

Maharashtra Cyber summon Tamanna
Maharashtra Cyber summon Tamanna

 

মুম্বই, ২৫ এপ্রিল: অনলাইনে আইপিএল-এর বেআইনি সম্প্রচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী তমন্না ভাটিয়ার। মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী ২৯ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএল-এর সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দু’টি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

ওই অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অতীতে অভিনেতা রণবীর কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঙ্গীতশিল্পী বাদশা সহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। এ বার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রেই পুলিশ তমন্নাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। সম্প্রতি, এই ঘটনার জেরে ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ ডেকে পাঠায়। কিন্তু সূত্রের খবর, দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি।

You might also like!