kolkata

1 week ago

Kolkata Traffic Update: হনুমান জয়ন্তীতে শহরে একাধিক মিছিলের আয়োজন, কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

Kolkata Traffic Update (File Picture)
Kolkata Traffic Update (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় দিনে কলকাতায় একাধিক মিছিল রয়েছে। মূলত, ধর্মীয় কিছু মিছিলের কারণে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। সকালে অফিস, কর্মস্থলে বেরিয়ে কলকাতার কোন রাস্তায় যানজটের মুখে পড়তে হতে পারে? কোন রাস্তা এড়িয়ে চলবেন? দেখে নেওয়া যাক আজকের ট্রাফিক আপডেট।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ 23 তারিখ হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতা শহরের একাধিক জায়গা থেকে আজ মিছিল বেরোবে। কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তা গুলো থেকে মিছিল বেরোবে জানিয়ে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। এক নজরে দেখে নেওয়া যাক। এছাড়াও আজকে দুপুর সাড়ে ১২ টায় গোল মন্দির - হরিশ মুখার্জি রোড - সুহাসিনী গাঙ্গুলী সরণি - হরিশ চ্যাটার্জি স্ট্রীট - এবং হরলালকা মন্দির - 8A- হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শেষ।

বিকাল ৪ টে নাগাদ নিমতলা ঘাট স্ট্রিট, এমডি রোড, জোড়াবাগান স্ট্রিট, যাদুলাল মল্লিক স্ট্রিট, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, স্যার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণি এবং নিমিনেটর স্ট্রিট উৎপত্তিস্থলে।

বিকেল ৪ টে নাগাদ কলকাতার অন্য দিক থেকে আর একটি মিছিল রয়েছে। এটি কলেজ স্ট্রিট বাটা-কে.সি.সেন স্ট্রিট থেকে আমহার্স্ট স্ট্রিট- রাজা রাম মোহন রায় সরণি, বেচু চ্যাটার্জি স্ট্রিট- কৈলাশ বোস স্ট্রিট- বিবেকানন্দ রোড-রাজা দিনেন্দ্র স্টেরিট, হরি নাথ দে রোড হয়ে এই মিছিল সমাপ্ত হবে Ward Institution Street-এ। রামমন্দিরের কাছে রাস্তা হবে এই মিছিল। লালবাজার সূত্রের খবর, লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি জারি রয়েছে। তাই হনুমান জয়ন্তীতে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে সদা সতর্ক কলকাতা পুলিশ।

আজ দিনভর, কলকাতায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী। QRT থাকছে। সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে নজর রাখা হবে প্রত্যেকটা মিছিলের গতি প্রকৃতির ওপর। লোকসভা নির্বাচনের আগে যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে হনুমান জয়ন্তীতে বাড়তি নজরদারি রাখছে কলকাতা পুলিশ। এর মধ্যে কলকাতার একাধিক রাস্তায় মিছিল থাকার কারণে হাতে সময় নিয়ে বেরোনোর ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!