Game

1 week ago

English Premier League: তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে, চ্যাম্পিয়নের দাবিদার তিনটি দল

English Premier League
English Premier League

 

কলকাতা, ২৩ এপ্রিল: তীব্র প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। শিরোপার লড়াই হচ্ছে ত্রিমুখী। আর্সোনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। ৩৩ রাউন্ডে এসেও কে শিরোপা জিতবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই তিনটি দলের মধ্যে মাত্র একটি-দুটি পয়েন্টের পার্থক্য। মজার ব্যাপার হচ্ছে আগের সপ্তাহে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে এই তিনটি ক্লাব বিদায় নেওয়ায় তাদের মনোযোগ এখন প্রিমিয়ার লিগে! এই তিন দলের মধ্যে লড়াইয়ে আপাতত শীর্ষে আছে আর্সেনাল।উলভসকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে গেছে গানাররা। এফএ কাপে খেলার জন্য এখনও এ রাউন্ডে লিগ ম্যাচ খেলেনি সিটিজেনরা।

তাদের অনুপস্থিতির সুযোগটাই নিয়েছে গানাররা। অ্যাস্টন ভিলা এবং বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের ধাক্কা সামলে উঠে ভালোভাবেই মিকেল আর্তেতার আর্সেনাল দল ফিরে এসেছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে।ত্রিমুখী এই লড়াইয়ে এখন দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। ফুলহামের মাঠে ৩-১ গোলের জয়ে ইয়ুর্গেন ক্লপের দল অলরেডরাও টপকে গেছে ম্যানসিটিকে। ইউরোপা লিগে দুই লেগ মিলিয়ে আতালান্তার কাছে দের ধাক্কাটা সামলে উঠেছে অলরেডরা। আর তাতেই পেছনে পড়ে গেছে চলতি রাউন্ডে মাঠে না নামা ম্যানসিটি। তবে দ্বিতীয়স্থানে থাকলেও আর্সেনালের সমান পয়েন্ট কিন্তু লিভারপুলেরও। ৩৩ ম্যাচ থেকে দুই দলেরই ৭৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যে কিছুটা এগিয়ে থাকায় লিভারপুলের চেয়ে উপরে রয়েছে আর্সেনাল।শিরোপা যুদ্ধে তিন নম্বরে আছে ডিফেনডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ে সুবিধাজনক অবস্থানে আছে ম্যান সিটি। কারণ, আর্সেনাল ও লিভারপুলের চেয়ে তাঁরা একটা ম্যাচ কম খেলেছে। ওই দুই দলের চেয়ে তাঁরা পিছিয়ে মাত্র এক পয়েন্ট। তাই আর্সেনাল ও লিভারপুল দুই ক্লাবকেই পেছনে ফেলার সুযোগ আছে সিটিজেনদের। কারণ নিজেদের বাকী ৬ ম্যাচ জিতলেই আবারও শিরোপা জিতবে পেপ গার্দিওলার দল। সুতরাং ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-ম্যানসিটি, লিভারপুল না আর্সেনালের? উত্তর জানতে সময়ের অপেক্ষাই করতে হবে ফুটবল প্রেমীদের!


You might also like!