Country

1 week ago

Lok Sabha Election 2024:দেশের ৮৮টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষা একঝাঁক তারকা প্রার্থীর

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

 

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল সাতটা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গের তিনটি সংসদীয় আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। এছাড়াও ভোটগ্রহণ চলছে অসমের ৫টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, কর্নাটকের ১৪টি, কেরলের ২০টি, মধ্যপ্রদেশের ৭টি, মহারাষ্ট্রের ৮টি, উত্তর প্রদেশের ৮টি, রাজস্থানের ১৩টি আসনেও।

দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ একঝাঁক তারকা প্রার্থীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ‘ভাগ্যপরীক্ষা’ হচ্ছে এই দফার ভোটে। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই ভোটারদের উদ্দেশে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘‘আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কণ্ঠস্বর!’’ দ্বিতীয় দফার ভোটে ভোটারদের ভোটদানে উৎসাহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাপপ্রবাহ চলছে দেশের নানা প্রান্তে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। বিহারের কয়েকটি কেন্দ্র বাঁকা, মাধেপুর, মুঙ্গেরের ভোটগ্রহণের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল সকালই ভোট দিলেন ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তিও। বেঙ্গালুরুর বিইএস পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন তাঁরা। ভোট দিয়ে এসে তাঁরা সকলকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান। লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি বলেছেন, "প্রতি পাঁচ বছরে একবার, আমরা আমাদের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকার কার্যকর করার সুযোগ পাই। আজ একটি আনন্দের দিন।" সুধা মূর্তি বলেছেন, "আমি সবাইকে বলতে চাই- ঘরে বসে থাকবেন না, বাইরে এসে ভোট দিন, নিজের নেতা বেছে নিন।" কেরলের এর্নাকুলামে ভোট দিয়েছেন কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীসান।


You might also like!