Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Horoscope

1 year ago

Rashifal: দেখে নিন আজকের রাশিফল

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। ব


বৃষ রাশিঃ  স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অথিতি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে। ধর্ম ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন। 


মিথুন রাশিঃ  সম্পত্তি কেনাবেচার শুভ সময় এসেছে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অর্থ উপার্জনের ভাগ্য ভাল হবে না। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আজ প্রিয়জনের উপর ঘৃণা বৃদ্ধি পাবে। 


কর্কট রাশিঃ সারা দিন প্রচুর খাটনি হতে পারে। গৃহে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। কর্মস্থানে আপনার নিন্দা বৃদ্ধি পাবে। 


সিংহ রাশিঃ  সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে । মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে । পরিশ্রমের ফল ভাল। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে। পিতার সম্পত্তি লাভ হতে পারে। 


কন্যা রাশিঃ পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হতে পারে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।  


তুলা রাশিঃ  উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে আপনার ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।  


 বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন।  


ধনু রাশিঃ চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান করে মনে আনন্দ। অপর ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি, চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে।  


মকর রাশিঃ পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে। সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন । দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে মনে শান্তি মিলবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। 


কুম্ভ রাশিঃ গৃহ নির্মাণের শুভ সময় আসছে। দাম্পত্যসুখ বজায় থাকবে। সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হতে হবে। 


মীন রাশিঃ শরীরে একটু দুর্বলতা আসতে পারে। সামাজিক কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। নিজেদের লোক শত্রুতা করতে পারে।

You might also like!