kolkata

3 weeks ago

Weather to be heat in Bengal: অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই, দাবদাহ থেকে দু'দিন রেহাই কলকাতায়

Weather to be heat in Bengal (File Picture)
Weather to be heat in Bengal (File Picture)

 

কলকাতা, ২২ এপ্রিল: ঘাম ঝরানো অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। তবে, কলকাতা এবং হাওড়ায় আগামী দু’দিন তাপপ্রবাহ হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে গরমের অস্বস্তি বজায় থাকবে। এ ছাড়া, দু’দিন দক্ষিণবঙ্গের তিন জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য সারা সপ্তাহ ধরেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের তিন জেলা তাপপ্রবাহের তালিকায় যুক্ত হচ্ছে বুধবার থেকে। শুক্রবার পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, জেলায় জেলায় মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দু’দিনের জন্য সর্বত্রই তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি কমবে। যদিও তাতে তাপপ্রবাহের পরিস্থিতিতে কোনও পরিবর্তন হবে না।

কলকাতা, হাওড়া ছাড়া বাকি অংশে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। গরমের দাপটে তার প্রভাব পড়বে না। গরমের এই ‘স্পেল’ আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন আবহবিদেরা। আপাতত কোথাও স্বস্তিদায়ক বৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


You might also like!