Country

1 week ago

Rajnath Singh:সিয়াচেন ভারতের বীরত্ব ও সাহসিকতার রাজধানী : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

সিয়াচেন, ২২ এপ্রিল : লাদাখের সিয়াচেনে বীর জওয়ানদের সঙ্গে সময় কাটালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বীর জওয়ানদের সঙ্গে ''ভারত মাতা কি জয়'' প্রতিধ্বনি দেন রাজনাথ সিং। সোমবার সকালেই দিল্লি থেকে সিয়াচেনের উদ্দেশ্যে রওনা হন রাজনাথ সিং, সিয়াচেনে পৌঁছনোর পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিয়াচেন বেস ক্যাম্পে যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সিয়াচেন হিমবাহের কুমার পোস্টে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজনাথ সিং। তাঁদের মিষ্টিমুখ করেন তিনি। সিয়াচেন বেস ক্যাম্পে সেনা জওয়ানদের উদ্দেশ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে আপনারা যেভাবে দেশকে রক্ষা করেছেন, তার জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। সিয়াচেনের ভূমি কোনও সাধারণ ভূমি নয়। এটি দেশের সার্বভৌমত্ব ও অধ্যবসায়ের প্রতীক। আমাদের জাতীয় সংকল্পের প্রতিনিধিত্ব করে সিয়াচেন। আমাদের জাতীয় রাজধানী দিল্লি, মুম্বই আমাদের অর্থনৈতিক রাজধানী, আমাদের প্রযুক্তিগত রাজধানী বেঙ্গালুরু, কিন্তু সিয়াচেন বীরত্ব ও সাহসের রাজধানী।"


You might also like!