kolkata

1 week ago

Gariahat Flyover: ২ সপ্তাহ ধরে অধরা আলো! আলোর সমস্যার অতলে কলকাতার ব্যস্ততম এই ব্রিজ!

Gariahat Flyover (File Picture)
Gariahat Flyover (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত প্রায় ১৫ দিন ধরে গড়িয়াহাট উড়ালপুরে আলো নিয়ে সমস্যা হচ্ছে, এমনটাই অভিযোগ যাত্রীদের। অভিযোগ, এই বিষয়ে নজর দেয়নি ব্রিজ কর্তৃপক্ষ। অন্ধকারে গাড়ির হেডলাইটই ভরসা যাত্রীদের কাছে। দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না যাত্রীরা। অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক, এমনটাই চাইছেন সাধারণ মানুষ। দ্রুত এই উড়ালপুলের আলোর সমস্যা মিটুক, এমনটাই চায়ছেন যাত্রীরা।

শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল হল গড়িয়াহাট। সেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে। কিন্তু, গত ১৫ দিন আগে গোল পার্কের দিকের অংশের লাইটগুলি বন্ধ হয়ে যায়, অভিযোগ এমনটাই। এরপর কিছুদিন আগে বালিগঞ্জ ফাঁড়ির দিকের আলোর ক্ষেত্রেও বিপত্তি তৈরি হয় এবং তা নিভে যায়, অভিযোগ এসেছে এমনটাই। এর ফলে উড়ালপুলটিতে নেমে আসছে অন্ধকার। সন্ধ্যার পর সেখানে দিয়ে যাতায়াত করতে বিপত্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এক্ষেত্রে গাড়ির হেডলাইটই ভরসা হয়ে দাঁড়াচ্ছে তাঁদের কাছে।

ঢাকুরিয়ার বাসিন্দা এক গাড়ি চালক বলেন, 'সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যাচ্ছে এই উড়ালপুল। ফলে গাড়ির হেডলাইট জ্বালাতে হচ্ছে। কিন্তু, এই ধরনের ব্যস্ত রাস্তায় শুধুমাত্র হেডলাইটেই কাজ হয় না। ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।'

একই সুর শোনা গেল অপর এক যাত্রীর কণ্ঠে। তিনি বলেন, ‘কয়েকদিন এই সমস্যা দেখা যাচ্ছে। গড়িয়াহাট উড়ালপুল বহু মানুষের কাছে ভরসা। এই ধরনের একটি ব্যস্ত উড়ালপুলে আলোর সমস্যা থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। ফলে প্রশাসন যাতে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করে সেই আর্জি জানাচ্ছি।’ এই উড়ালপুল ব্যবহারকারী এক যাত্রীর কথায়, 'উড়ালপুলে আলো থাকলে একদিকে যেমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়, তেমনই গতি বাড়ানো এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রেও সুবিধা হয়। অবিলম্বে এই সমস্যার সমাধান দাবি করছি।’

আলোর সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর সৌরভ বসুও। তিনি বলেন, 'গত সপ্তাহ দুই ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল। অন্যদিকে, এইচআরবিসি-র এক আধিকারিক জানাচ্ছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। যাতে দ্রুত আলো ফিরে আসে সেই বিষয়ে পদক্ষেপ করা হবে।

You might also like!