Country

2 weeks ago

Recruitment Scam Delhi:দিল্লি মহিলা কমিশনে বেআইনি নিয়োগের অভিযোগ ২২৩ জনের চাকরি চলে গেল, হবে তদন্ত

Delhi Commission for Women
Delhi Commission for Women

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের আবহে চাকরি খোয়ালেন 200 জনেরও বেশি কর্মচারী ৷ দিল্লি মহিলা কমিশনের 223 জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ৷ অভিযোগ, এই কর্মচারীদের নিয়োগ করার সময় ডিডব্লিউসি-র চেয়ারপার্সন ছিলেন স্বাতী মালিওয়াল ৷ তিনি নিয়ম বিরুদ্ধভাবে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে এই নিয়োগ করেছেন ৷ তাই এই 223 জনের চাকরি বাতিল করলেন ভিকে সাক্সেনা ৷ এই অর্ডারে জানানো হয়েছে, দিল্লি মহিলা কমিশনের শুধুমাত্র 40টি নিয়োগ বৈধ ৷ কমিশন চুক্তির ভিত্তিতে কর্মচারী নিয়োগ করতে পারে না ৷

জানা গিয়েছে, চলতি সপ্তাহের গোড়ায় দিল্লির উপ রাজ্যপাল বিকে সাক্সেনা এই ব্যাপারে পদক্ষেপ করতে রাজ্য সরকার এবং মহিলা কমিশনকে নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকায় এই পরিস্থিতিতে সরকারের করণীয় নিয়ে দিশেহারা আম আদমি পার্টির নেতৃত্ব পাল্টা কোনও পদক্ষেপ করেনি। উপ রাজ্যপাল প্রশাসনিক কর্তাদের দ্রুত নির্দেশ কার্যকর করতে বলেছিলেন। সেই মতো বুধবার রাতে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। 

কাদের নির্দেশে এই নিয়োগ হয়েছিল, কীভাবে প্রার্থী বাছাই করা হয়, বেতনের পরিমাণ ঠিক করা হয় কোন মানদণ্ডে ইত্যাদি বিষয়ে প্রাথমিক অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন উপ রাজ্যপাল। মনে করা হচ্ছে, সেই রিপোর্ট হাতে আসার পর এই নিয়োগ নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন তিনি। এর আগে মদ বিক্রির নীতি, বাস কেনা, স্কুল শিক্ষক নিয়োগ এবং জল বোর্ডের ঠিকাদারি নিয়ে অনিয়মের অভিযোগে প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল। তারমধ্যে মদ বিক্রির নীতি নিয়ে মুখ্যসচিবের দেওয়া অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন উপ রাজ্যপাল।

উপ রাজ্যপালের দফতর এবং সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, মহিলা কমিশনের জন্য মোট ৪০জন কর্মচারী বরাদ্দ আছে। সেই কর্মচারীদের নিয়োগের জন্যও উপ রাজ্যপালের সম্মতি নিতে হয়। সেখানে ২২৩টি অতিরিক্ত পদ তৈরি করে লোক নিয়োগ করা হয়েছে। অথচ, পদ তৈরির বিষয়ে সরকার এবং উপ রাজ্যপালকে কিছু জানানো হয়নি। এতগুলি পদের জন্য বেতন বাবদ অর্থ বরাদ্দের ব্যাপারেও সরকারের অনুমতি নেওয়া হয়নি। 

আম আদমি পার্টি সূত্রে খবর, এই নিয়োগ হয় আপ নেত্রী স্বাতী মালিওয়াল দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন থাকাকালে। এখন ওই পদে কেউ নেই। স্বাতীকে রাজ্যসভার সদস্য করেছে আপ। কেজরিওয়ালকে নিয়ে টানাপোড়েনের সময় আপের যে সাত-আটজন সাংসদের রহস্যজনক অন্তর্ধান নিয়ে দলে আলোচনা শুরু হয়েছে স্বাতী তাঁদের একজন। তদন্তে তাঁকেই প্রথম তলব করা হবে।


You might also like!