kolkata

2 weeks ago

WBBSE Madhyamik Result 2024:২০২৫-এর মাধ্যমিক শুরু কবে, শেষ কবে, ফল ঘোষণার পরেই দিনক্ষণ ঘোষণা করলেন পর্ষদ

Central Education Board President Ramanuja Gangopadhyay (left) at a press conference.
Central Education Board President Ramanuja Gangopadhyay (left) at a press conference.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী বছরের  মাধ্যমিক পরীক্ষা শুরু কবে থেকে, দিনক্ষণ জানিয়ে দিলেন  পর্ষদ ।মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করেন। এবারে মাধ্যমিকে পাশের হার বেড়েছে, ৮৬.৩১ শতাংশ। পাশের হারে এগিয়ে কালিম্পং, দ্বিতীয়ে পূর্ব মেদিনীপুর, তৃতীয়ে কলকাতা ও চার নম্বরে পশ্চিম মেদিনীপুর। পর্ষদ সভাপতি জানালেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

কয়েকদিন আগেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। তবে পর্ষদ জানাল পরীক্ষার দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী বছর ১২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকে। সেদিন পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী। আবার সেদিন সবেবরাতও পড়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকার কথা। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তিত হতে পারে।

এ বছর মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। এ বছরের পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, গত বছরের থেকে এ বছর পাশের হার বেশি। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী।

এবারের পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)। দ্বিতীয় স্থানে  পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর পেয়েছে সাম্যপ্রিয়। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল। তিনজনের প্রাপ্ত নম্বর ৬৯১।


You might also like!